ঢাকা      বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

চীনে ইউক্রেন তরুণীর ‘ডিপফেক’ ভিডিও ভাইরাল (ভিডিও)

IMG
07 March 2024, 6:20 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাশিয়ার পণ্যের প্রচারে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে ‘ডিপফেক’ ভিডিও ছড়িয়ে পড়েছে ইউক্রেনের তরুণী ইউটিউবার ওলগা লোয়েকের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওলগা। তিনি জানিয়েছেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউটিউবে একটি ভিডিওতে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে দর্শকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তার উত্থান সম্পর্কে অবগত থাকার অনুরোধ জানিয়েছেন ওলগা।

এই তরুণী ইউটিউবার জানান, তিনি নিজেই পর্যবেক্ষণ করে দেখেছেন, শুধু তিনিই নন, আরো অনেকেরই মুখ ব্যবহার করে চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয় ভিডিও প্রচার করা হচ্ছে। এর আগে সুইডেনের এক ব্যক্তির মুখ ব্যবহার করে অপপ্রচার করা হয়েছে।

এ ইউটিউবার জানিয়েছেন, ইউক্রেনীয় পটভূমি এবং ভিডিওগুলোর বিষয়বস্তু দেখা ছিল তার জন্য খুবই কষ্টদায়ক।

তিনি বলেন, ইনস্টাগ্রামে রিলে মজার ডিপফেকগুলো দেখা একদমই ভিন্ন জিনিস। কিন্তু চীনে প্রচারের উদ্দেশ্যে আমার মুখ ব্যবহার করা হয়েছে বলে খবর পাওয়া―ভিন্ন বিষয়। আমরা যেহেতু এআই-এর যুগে প্রবেশ করেছি, এ জন্য আপনারা অনুগ্রহ করে এ সম্পর্কে অবগত থাকুন।

চলতি বছরের জানুয়ারিতে শেয়ার করা ভিডিওটিতে এরই মধ্যে ৭৭ হাজারেরও বেশি ভিউ হয়েছে। এতে দর্শকের কাছ থেকে বিভিন্ন মন্তব্য পেয়েছেন ওলগা। এ ঘটনায় অন্য ইউটিউবাররা সংহতি প্রকাশ করেছে ওলগার সঙ্গে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন