ঢাকা      বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রাজনীতি ছেড়ে দিচ্ছেন চিরঞ্জিৎ?

IMG
08 March 2024, 7:32 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিনি এই যুদ্ধের সৈনিক নন, এমনটাই দাবি চিরঞ্জিৎ চক্রবর্তীর। তবু তাঁকে ফিরে ফিরে আসতে হয়। তাঁকে ফিরিয়ে আনেন তাঁর সমর্থকরা। বারাসতবাসীরা, নির্বাচনী এলাকার মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তিনি ঠিক করেছেন, আর নয়। এবার তিনি রাজনীতি ছাড়বেনই। বৃহস্পতিবার বারাসতের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের বিধায়ক-অভিনেতা।

২০১১-২০২৪। ১৩ বছরের লম্বা রাজনৈতিক সফর। বরাবর বারাসত নির্বাচনী কেন্দ্র থেকে জিতে আসছেন চিরঞ্জিৎ। গত বছরও তিনি বিধায়ক পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ফের নির্বাচনে লড়তে হয় তাঁকে। এবারও সে কথাই তিনি জানিয়েছেন।

একই সঙ্গে রসিকতা, ‘‘আপনারাও এতো নির্দয় যে, আমি ফিরতে না চাইলেও আপনারা আমায় ফেরাবেনই।’’ এও জানান, এবার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে গিয়ে থাকবেন। দেশ দূরের কথা, শহরেই থাকবেন না! তাঁর বক্তব্য শুনে হেসে ফেলেছেন উপস্থিত সবাই। পরে বিধায়ক এও স্বীকার করে নেন, যাবো বললেই কি যাওয়া যায়? তিনিও ছেড়ে যেতেন পারেন না বারাসতবাসীদের। তাঁরা ডাকলেই তাই ছুটে ছুটে আসেন।

পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের প্রশংসাও করেন তিনি। তাঁর কথায়, ‘‘সারা শহর খুব সুন্দর করে সেজে উঠেছে। যা দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। কিন্তু আমার বারাসতও কলকাতার থেকে কিছু কম সুন্দর নয়।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন