ঢাকা      বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

টিকিট না পেয়ে 'ক্ষুব্ধ', তৃণমূলের পদ থেকে ইস্তফা সায়ন্তিকার

IMG
11 March 2024, 4:42 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় নেই নাম। তা ঘিরেই অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জি। টিকিট না পাওয়ায় শেষমেশ দলীয় পদ থেকেই ইস্তফা দিলেন তিনি। জানা গেছে, রবিবার রাতেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ইস্তফা পত্র পাঠিয়েছেন সায়ন্তিকা।

রবিবার ব্রিগেডে তৃণমূলের "জনগর্জন সভা"য় হাজির ছিলেন সায়ন্তিকা। প্রত্যাশা ছিল, এদিন ৪২ জন প্রার্থীর মধ্যে তাঁর নামও থাকবে। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ইচ্ছেও ছিল। কিন্তু অভিষেক ব্যানার্জি যে প্রার্থী তালিকা ঘোষণা করেন, তাতে নাম ছিল না সায়ন্তিকার। তাতেই ক্ষুব্ধ হয়ে সভা শেষের আগেই বেরিয়ে যান তিনি। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিংও। যদিও সায়ন্তিকা এ বিষয়ে মুখ খোলেননি।

২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েই বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়েছিলেন সায়ন্তিকা। বিজেপি প্রার্থীর কাছে হারলেও, দলের গুরুত্বপূর্ণ পদ তাঁকে দেওয়া হয়েছিল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন