ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্রের মরদেহ উদ্ধার

IMG
15 March 2024, 5:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মিরপুর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম জহিরুল ইসলাম হিরু। তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রাতে পচা গন্ধ পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তারা। পরে মিরপুর-১২ নম্বরের ১৪ নম্বর সড়কের একটি বাসা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন ওই শিক্ষার্থী। পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব ছিল তার। উচ্চ শিক্ষার জন্য বেশ কয়েকবার কানাডা যাওয়ার চেষ্টা করেন হিরু। কিন্তু বারবার ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান সাংবাদিকদের বলেন, জহিরুল ইসলাম হতাশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া প্রকৃত কারণ জানা যাবে না। তিনি জানান, মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন