ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

অবন্তিকার আত্মহত্যার তদন্তের শেষ দেখে ছাড়ব: জবি রেজিস্ট্রার

IMG
16 March 2024, 5:20 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তদন্তের পরিধি অনেক বড়, তাই তদন্ত করতে সময় লাগবে। তবে তদন্তের আশ্বাস যখন দেয়া হয়েছে, তখন এর শেষ দেখে ছাড়ব।

১৬ মার্চ, শনিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম এসব কথা বলেন।


আইনুল ইসলাম বলেন, অভিযুক্ত আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করেছি। এ ছাড়া সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে প্রক্টোরিয়াল বডি থেকে অব্যাহতি দিয়েছি এবং শিক্ষকতা থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতোমধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেয়া হবে।


এর আগে শুক্রবার (১৫ মার্চ) রাতে আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকী ও জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ অবন্তিকা। এরপর ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনার পর থেকে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। পরে উপাচার্য এসে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।


ফেসবুক পোস্টে অবন্তিকা জানায়, তারই সহপাঠী আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীর নিকট যৌন হয়রানির স্বীকার হয়ে প্রতিবাদ করতে গেলে হুমকির স্বীকার হন। পরবর্তীতে বিচার চাইতে গিয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলামের নিকট মানসিকভাবে নির্যাতিত হন এবং এই সহপাঠী ও শিক্ষক তাকে আত্মহত্যা করতে বাধ্য করেন বলে অভিযুক্ত করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন