ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

অবন্তিকার আত্মহত্যা: আম্মান ২ দিন ও দীন ইসলাম ১ দিনের রিমান্ডে

IMG
18 March 2024, 2:14 PM

শাকিল মোল্লা, কুমিল্লা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচণা মামলায় দুই আসামি সহকারী প্রক্টর দীন ইসলামের ১ দিন ও সহপাঠী রায়হান সিদ্দিক আম্মানের ২ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ আদেশ দেন।

এর আগে, সকাল পৌনে ১১ টার দিকে তাদের চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেত আদালতে আনা হয়। প্রথমে তাদের কোট পুলিশ পরিদর্শক মজিবুর রহমানের কক্ষে রাখা হয়। পরে সোয়া ১১ টার দিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২-এ তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিজ হেফাজতে নেয়।

শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেন। শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদরের বাগিচাগাঁও এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। তাৎক্ষণিকভাবে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন