ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

লন্ডনে গাড়ির ধাক্কায় বাংলাদেশি পরিচালকের মৃত্যু

IMG
18 March 2024, 9:06 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় প্রাণ গেল লন্ডন প্রবাসী বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখের। রোববার যুক্তরাজ্য সময় ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। ফুরুখের মৃত্যুর মৃত্যুর তথ্য জানিয়েছেন অভিনেতা সাইফ খান।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি তিন সন্তান ও স্ত্রী রেখে গিয়েছেন। গত ডিসেম্বরে তিনি কন্যাসন্তানের জনক হন।


জানা গেছে, গত শনিবার রাতে পূর্ব লন্ডনের একটি রাস্তা পার হচ্ছিলেন বাংলাদেশি পরিচালক জি এম ফুরুক। এমন সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চার ঘণ্টা ধরে তাঁর অপারেশন চলে। পরে রাখা হয়েছিল পর্যবেক্ষণে। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। রোববার যুক্তরাজ্য সময় ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।

সিলেটের বিয়ানীবাজার এলাকার বাসিন্দা ছিলেন লন্ডন প্রবাসী ফুরুখ। তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছিলেন। তিনি লন্ডনে স্থানীয় নাটক নির্মাণ করতেন। সিলেটি আঞ্চলিক ভাষায় বেশ কয়েকটি নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। ফুরুখ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।

জি এম ফুরুক সময় পেলেই যুক্তরাজ্যে বসেই নাটক নির্মাণ করতেন। সেগুলো ইউটিউবে প্রচার হতো। তার নির্মিত ‘দেশ-বিদেশ’ নাটকের একাধিক সিকুয়েল নির্মিত হয়েছে বলে জানা যায়। এ ছাড়া ‘বহুরূপী’, ‘স্বপ্ন ডাকাত’, ‘পীরজাদা’, ‘পরিণতি’সহ একাধিক নাটক নির্মাণ করেছেন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন