ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রিশাদের এমন ব্যাটিং, আশা করেনি লঙ্কানরা

IMG
19 March 2024, 12:21 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের জুটি। কিন্তু মিরাজ আউট হওয়ার পর আবারও শঙ্কা। সেই শঙ্কা কেটে গেলো রিশাদ হোসেনের শেষ সময়ের টর্নেডো এক ইনিংসে।

১৮ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের পথ গড়ে দিয়েছেন লোয়ার অর্ডারের রিশাদ। যে ইনিংসেই মূলত ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।

রিশাদ তার ইনিংসে ৫টি চার আর ৪টি ছক্কা হাঁকান। এর মধ্যে লঙ্কান স্পিন আক্রমণের সেরা অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গাকে এক ওভারে হাঁকান টানা দুই ছক্কা আর তিনটি চার। রিশাদের কাছ থেকে এমন ব্যাটিং আশা করেননি তারা, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবলীলায় স্বীকার করলেন লঙ্কান ইনিংসের সেঞ্চুরিয়ান জানিথ লিয়ানাগে।

তিনি বলেন, 'ওকে কৃতিত্ব দিতেই হবে। হাসারাঙ্গা আমাদের সেরা বোলার, তাকে যেভাবে খেলল। আমরা আশা করিনি এমন কিছু হবে। অনেক ভালো ব্যাটিং করেছে। দলের সেরা বোলার মার খেলে এর প্রভাব অন্যদের উপরও পড়ে।'

সিরিজ নির্ধারণী ম্যাচ হারে হতাশা প্রকাশ করলেও বাংলাদেশকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি লিয়ানাগে। তিনি বলেন, 'আজকের (সোমবার) ফলাফল নিয়ে আমরা অনেক হতাশ। আমরা যথেষ্ট রান করতে পারিনি। বোলাররা ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা করেছে। বাংলাদেশ সত্যিই অনেক ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন