ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নিজেই আগুন দিয়ে অন্যদের ফাঁসানোর চেষ্টা

IMG
19 March 2024, 3:50 PM

নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: থানায় মিথ্যে অভিযোগ ও হয়রানীর প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের সিপাইটারী এলাকায় ঘন্টাব্যাপী এই কর্মসুচিতে বিভিন্ন বয়সীরা অংশ নেন। এতে হামিদুল ইসলাম, সাদিকুল ইসলাম, মতিয়ার রহমান, হাসান আলী, আব্দুস সাত্তার ও শাপলা বেগম বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গেল ১৫মার্চ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির ফাঁকা ঘরে অগ্নিসংযোগ করেন প্রতিবেশি রুবেল ইসলাম। নিকটাত্মীয়দের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় স্থানীয়দের ফাঁসাতে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটান তিনি।

অভিযোগ করা হয়, নিজেই ঘটনা ঘটিয়ে থানায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন রুবেল। মানববন্ধনে অংশ নেয়া হামিদুল ইসলাম জানান, রুবেল ইসলাম একজন মামলাবাজ ব্যক্তি। নানা ভাবে স্থানীয়দের হয়রানী করতে কথায় কথায় তিনি মামলা করেন। তার বিরুদ্ধে অতিষ্ঠ মানুষ।

সাদিকুল ইসলাম জানান, ঘটনার সময় খবর পেয়ে গিয়ে দেখি আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিসের কমীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি পরিকল্পিত ও সাজানো ঘটনা। অল্পের জন্য প্রতিবেশিদের ঘরবাড়ি রক্ষা পায়। রুবেল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তি চাই আমরা।

এ বিষয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন