ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মালিবাগে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

IMG
20 March 2024, 8:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মালিবাগ মোড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

আজ বুধবার সন্ধ্যায় মালিবাগের হোটেল শাহজালালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধরা হলো— সবুজ (২৪), মোঃ মারুফ (১৬), মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। দগ্ধরা সবাই ওই হোটেলের কর্মচারী।

দগ্ধ মারুফ জানান, আমরা চারজনই ওই হোটেলের কর্মচারী। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আমাদের তিনজনকে ঢাকা মেডিকেল ও আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে সবুজ ২৭ শতাংশ দগ্ধ, মারুফ ১৮ শতাংশ দগ্ধ, জুলহাস ১৬ শতাংশ দগ্ধ এবং হান্নানকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসা হয়। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন