ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বেশি দামে তরমুজ বিক্রি, জরিমানা

IMG
22 March 2024, 12:07 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি মূল্যে তরমুজ বিক্রি করায় ও নানা অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার সাহেবাবাদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারিভিন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশি মূল্যে তরমুজ বিক্রি ও সরকার নির্ধারিত পণ্য বেশি মূল্যে বিক্রি দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন অঙ্কে ১২ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, রমজানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় হচ্ছে কিনা সে বিষয়ে বাজার নজরদারির লক্ষ্যে উপজেলার সাহেবাবাদ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার আইনে অতিরিক্ত দামে বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে পাঁচজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় বিভিন্ন মুদি, ফল ও সবজির দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে এবং সরকার নির্ধারিত মূল্য নিত্যপণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন