ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদের ঘটনায় তদন্ত কমিটি

IMG
22 March 2024, 7:44 PM

কলিট তালুকদার, পাবনা: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনায় তদন্ত শুরু করেছে পাবনা জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। পাশাপাশি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। এর আগে, রেজিস্ট্রার জেনারেল যাহিদ হোসেন ঘটনাটি তদন্ত করার জন্য পাবনার জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানকে নির্দেশ দেন।

জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান জানান, রেজিস্ট্রার জেনারেলের নির্দেশ পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, পাবনার উপ-পরিচালক সাইফুর রহমানকে প্রধান করে এক সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ, পাবনার উপ-পরিচালক সাইফুর রহমান জানান, "তদন্ত কাজ শুরু হয়েছে। এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তের সার্থে যাকে প্রয়োজন হবে, তাকে সঙ্গে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যেতে পারবো। আগামী তিন কার্য্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা করি।"

এদিকে, কিভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরি হলো, তার কারণ জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসানকে এই নোটিশ দিয়েছেন সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

তিনি জানান, আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসান নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনায় আহম্মদপুর ইউনিয়নের সেই কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনকে অভিযুক্ত করে আমিনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ ফাতেমা বেগম। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, অভিযোগ পত্র পাওয়া গেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন