ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় ভটভটির ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

IMG
22 March 2024, 10:42 PM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় ইজিবাইক চালকসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ১ যাত্রী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম (৩৫), একই এলাকার আব্দুস ছাত্তার মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৮), আজিজলের ছেলে মো: বেলাল (৫০) এবং পলাশবাড়ী উপজেলার হরিণাবাড়ী এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মো: মোত্তালিব (৫২)। এ ঘটনায় আমরুল নামে আরো এক যাত্রী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার ৪ জন যাত্রী নিয়ে নাকাইহাট বাজার থেকে একটি ইজিবাইক হরিণাবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ইজিবাইকটি নাকাইহাট-গাইবান্ধা সড়কের বড়পুল এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা মাটির হাড়ি ভর্তি একটি ভটভটি (নছিমন) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক আশরাফুল মারা যান।

এ ঘটনায় ইজিবাইকে থাকা ৪ যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সবুজ মিয়া (৩৮), মো: বেলাল (৫০) এবং মো: মোত্তালিব (৫২) কে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে চিকিৎসক এই তিনজনকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় চালক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ইজিবাইকে থাকা ৪ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সবুজ মিয়া, বেলাল ও মোত্তালিবকে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সন্ধ্যার দিকে চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন