ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ভৈরবে নৌকাডুবি: ৩ জনের লাশ উদ্ধার

IMG
23 March 2024, 10:39 PM

কিশোরগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পুলিশ সদস্য ও তার এক সন্তানসহ ৬ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে নৌ পুলিশ। একই সঙ্গে নৌকাটিকে ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডটিও জব্দ করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) ভোরে অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার আলগীর চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভৈরব নৌ পুলিশের ওসি মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ৩ মাঝিকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-ঠিকানা এখন বলা যাচ্ছে না। বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান চলছে।

এর আগে, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে প্রাণে বাঁচলেও ৮ জন নিখোঁজ ছিলেন। ঘটনার পরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট। রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান থেমে যায়। পরে শনিবার সকাল ৮টা থেকে আবার উদ্ধার অভিযানে নামে বিআইডব্লিউটিএর ৪ সদস্যের ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস।

ট্রলারের মাঝি নাহিদ জানান, ইফতারের কিছুক্ষণ আগে আশুগঞ্জ চর থেকে ২১ যাত্রী নিয়ে ভৈরব ঘাটের কাছাকাছি আসতেই পেছন থেকে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ৮ জন।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, পর্যটকবাহী নৌকাডুবি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা উদ্ধার অভিযানে নামি। পরে নৌ পুলিশের সহায়তায় এক নারীর লাশ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করি। শনিবার আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমী (২৫), মেয়ে মাহমুদার (৭) লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা করছে পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিআইডব্লিউটিএর ডুবুরি দল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন