ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সাভারে বিসিক শিল্প নগরীর পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়ন (ভিডিও)

IMG
25 March 2024, 12:49 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভারের বিসিক শিল্প নগরীর ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে আরও গতিশীল করতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগীতা করবে বলে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এর একটি প্রতিনিধি দল। সকালে তারা সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তারা এ সহযোগীর কথা জানান। এসময় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডক্টর মাইকেল ক্রেজা।

এসময় প্রতিনিধি দলটি আরও জানান,যাতে করে ট্যানারি পরিবেশ বান্ধব হয় ও কারখানার মালিকরা পরিবেশ বান্ধব সাটিফিকেট পায় ও ইউরোপের বিভিন্ন দেশে চামড়া রপ্তানী করতে পারে সে বিষয়েও সহযোগীরা করা হবে বলে জানান তারা। পরে তারা আঞ্জুমান ট্যানারি ও ট্যানারি শ্রমিক ওয়ার্কাস ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন। এর আগে প্রতিনিধি দলটি শিল্প মন্ত্রলালয়ের সচিব জাকিয়া সুলতানার সাথে সাক্ষাৎ করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন