ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মমতাকে বেনজির আক্রমণ দিলীপের, পাল্টা কমিশনের দ্বারস্থ তৃণমূল

IMG
26 March 2024, 5:22 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লোকসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করে ফের সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ। এবারের ভোটে ভারতের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন দিলীপ। মঙ্গলবার সেখানে প্রচারে বেরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে অশালীন মন্তব্য করেন তিনি। তারই তীব্র বিরোধিতা করে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কুণাল ঘোষ, কীর্তি আজাদরা। নির্বাচনী প্রচারে বেরিয়ে দিলীপ মন্তব্য করেন, "উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।" এই মন্তব্য ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দিলীপের মন্তব্যের ভিডিও তৃুলে ধরে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।

বলা হয়, "রাজনৈতিক নেতার নামে কলঙ্ক দিলীপ ঘোষ। মা দুর্গার বংশকে চ্যালেঞ্জ করা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে প্রশ্ন তোলা। দিলীপ ঘোষ বারবার নিজের নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। একটা বিষয় পরিষ্কার। বাংলার নারীদের জন্য বিন্দুমাত্র শ্রদ্ধা নেই ওনার।"

দিলীপের মন্তব্যের বিরোধিতা করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "ছিঃ দিলীপ ঘোষ ছিঃ। মমতা ব্যানার্জি জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। আপনার দল বিজেপি আপনাকে মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। যাঁরা দলবদলু বিজেপি, তাঁরা আপনাদের থেকে কেড়ে নিয়েছে। মানসিক অবসাদ থেকে মমতা ব্যানার্জিকে গালাগাল করে আপনি অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের মন্তব্য করবেন"।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন