ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

তৃণমূলের তারকা প্রচারক তালিকায় বাদ কাঞ্চন, জায়গা নেই মিমি-নুসরাতের

IMG
27 March 2024, 10:03 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতের তারকা অভিনেত্রী নুসরাত ও মিমির দূরত্ব আরও স্পষ্ট! লোকসভা নির্বাচনের টিকিট পাননি, এবার তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ। এই তালিকায় ঠাঁই হয়নি শ্রীময়ীকে বিয়ে করে আলোচনায় থাকা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকেরও।

পশ্চিমবঙ্গের ৪২টি আসন দখলের লড়াইয়ে কোন কমতি রাখত চায় না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা নির্বাচন কমিশনকে পাঠালো তৃণমূল কংগ্রেস। ওই তালিকায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ মোট ৪০ জনের নাম রয়েছে।

আশ্চর্যজনকভাবে ঘাসফুল শিবিরের তারকা প্রচারকদের তালিকায় জায়গা হয়নি দুই বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের। শুধু তাই নয়, দলের বহু আলোচিত বিধায়ক কাঞ্চন মল্লিকেরও নাম নেই তালিকায়! লোকসভা ভোটের প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি নুসরাত-মিমির। এবার প্রচারক তালিকা থেকেও ছেঁটে ফেলা হলো তাঁদের। দুই বছর আগে বিধানসভা নির্বাচনেও দলের হয়ে বাংলা জুড়ে প্রচার চালিয়েছিলেন মিমি ও নুসরাত।

গত কয়েক মাস ধরেই মিমি ও নুসরাতের সঙ্গে দলের দূরত্ব তৈরির জল্পনার আগুনে ঘি ঢাললো এই ঘটনা। স্বভাবতই প্রশ্ন উঠছে, আদৌ তৃণমূলে থাকছেন নুসরাত-মিমি? গত ফেব্রুয়ারি মাসে দলের অস্বস্তি বাড়িয়ে পদত্যাগ করার কথা জানান মিমি। বিধানসভায় গিয়ে দলনেত্রীর কাছে নিজের সমস্যার কথাও জানিয়েছিলেন মিমি, বলেছিলেন তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আঙুল তুলেছেন দলেরই মানুষজনদের বিরুদ্ধে।

এরপর প্রার্থী তালিকা প্রকাশ হলে দেখা যায়, যাদবপুর কেন্দ্রে মিমির উত্তরসূরী হিসাবে সায়নী ঘোষকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদ ছাড়তে চাওয়ার কথা মিডিয়ার সামনে জানানোর পর মিমি বলেছিলেন তৃণমূলের হয়ে প্রচার চালাবেন তিনি, দিদির পাশে থাকবেন। কিন্তু মাস কয়েকের মধ্যেই যেন উলটো ছবি!

গত কয়েক বছর মিমি-নুসরাতের সম্পর্কেও ফাটল ধরেছে। সে কথা কারোর অজানা নয়। নুসরাতের উপর দলের একাংশ বহুদিন ধরেই অসন্তোষ প্রকাশ করছে। নিজের কেন্দ্র বসিরহাটে সময় দেননি নুসরাত, অভিযোগ তাঁদের। এমনকি লোকসভা ভোটের আগে থেকেই উত্তপ্ত নুসরাতের এলাকার অন্তর্গত সন্দেশখালি।

সেই সময়ও নাকি গ্ল্যামার দুনিয়াতেই মজে ছিলেন নায়িকা, একবারের জন্য পা দেননি সেখানপ, ‘দায়’ সেরেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। মিডিয়ার সামনে বয়ান দিতে গিয়ে ১৪৪ ধারাকে ‘১৭৪’ ধারা বলে তুমুল ট্রোলড হয়েছেন। খবর, বিতর্ক এড়াতেই নুসরাতকে তালিকা থেকে বাদ দিয়েছে দল।

এই লিস্টে ঠাঁই হয়নি উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের। সম্প্রতি হাঁটুর বয়সী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঞ্চন মল্লিক। শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাঞ্চন। জোরকদমে দেওয়াল লিখনের কাজ চালাচ্ছেন তিনি। তবুও প্রচার তালিকায় বাদ থাকলেন।

তৃতীয় বিয়ে করে সমাজমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার কাঞ্চন। তার চেয়েও বড় বিতর্ক তৈরি হয় অভিনেতা, তাঁর রিসেপশন পার্টিতে ড্রাইভার, নিরাপত্তারক্ষী ও সাংবাদিকদের ঢোকা নিষেধ- এ কথা উল্লেখ করে যে কার্ড টাঙিয়েছিলেন সেটা ঘিরে। সেই কারণেই কি দলের সঙ্গে দূরত্ব তৈরি হলো কাঞ্চনের? শ্রীময়ীর সঙ্গে বিয়ের কারণেই লোকসভা নির্বাচনের জনসংযোগ থেকে ছাঁটাই হলো কাঞ্চনের নাম? উঠছে প্রশ্ন!

ভোটের টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিলন সায়ন্তিকা। তবে তারকা প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন তিনি। রয়েছেন দেব, সোহম চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী এবং সৌরভ দাসরা। এই তালিকায় বাদ পড়েছেন কৌশানী মুখোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে যান নায়িকা। তারপর থেকেই সক্রিয় রাজনীতির ময়দান থেকে গায়েব তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন