ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক শিক্ষায় আলোকিত করে: ইকবালুর রহিম

IMG
27 March 2024, 2:54 PM

সাহেব আলী, দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামের প্রচার, প্রসার এবং গবেষণার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিশ্ব ইজতেমা শান্তিপুর্ণভাবে পালন করার জন্য বঙ্গবন্ধু সর্বপ্রথম স্থায়ী বন্দোবস্ত হিসেবে তুরাগ নদের তীরবর্তী জায়গাটি প্রদান করেন। কাকরাইল মসজিদের জন্য জমি বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধুর আরও অনেক যুগান্তকারী অবদানের কথা ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামকে শান্তির ধর্মতে পরিণত করেছেন। ইসলাম শান্তির ধর্ম। তিনি এটা মেনেই শান্তির জন্য মসজিদ, মাদ্রাসা নির্মাণ করেছেন। বাংলাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন। শেখ হাসিনা ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়কে উৎসাহী করার কৃতিত্ব সম্পূর্ণ শেখ হাসিনার।

দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম আরও বলেন, ধর্মীয় উগ্রবাদের জঙ্গিপনা নির্মূলের সাফল্যও শেখ হাসিনার সরকারের। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদ ও জঙ্গিবাদ যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার কোনো বিধান ইসলামে নেই। কিন্তু বিএনপি-জামায়াত ধর্মকে পুঁজি করে ক্ষমতার লোভে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করেছে।

ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক শিক্ষায় আলোকিত করে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এ দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে আছে। প্রতিটি ধর্মীয় উৎসবে সাধারণ মানুষ যার যার ধর্ম আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালন করছে।

আজ বুধবার (২৭ মার্চ) দিনাজপুর শহরের শেখ ফরিদ গোরস্থান দারুল কোরআন হাফিজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের তৃতীয় তলার ছাদ ঢালাইয়পর উদ্বোধন ও শশরা ইউনিয়নের উমর পাইল সর্দারপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক চৌধুরী, শেখ মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, শশরা ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী রানা পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন