ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ইন্দোনেশিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

IMG
27 March 2024, 2:59 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় জাকার্তায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিকুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং বিশাল আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের নিরলস প্রয়াসের কথা উল্লেখ করেন।

এসময় দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী অন্যান্য বক্তারা বাংলাদেশের স্বাধীনতার অনন্য অর্জন এবং গৌরবের দিক তুলে ধরেন। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের অবদান অব্যাহত রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত। ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের প্রতিষ্ঠাতা সিইও সাজিদুর রহমান, নারী উদ্যোক্তা ও সাবেক ব্যাংকার হুমায়রা আয়শা খান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে আগত অতিথিবৃন্দের জন্য ইফতার ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন