ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে আমেরিকার বেশিরভাগ মানুষ

IMG
29 March 2024, 11:29 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আমেরিকার বেশিরভাগ মানুষ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। যখন সারা বিশ্বে ইসরাইল গাজা ইস্যুতে সমর্থন হারাচ্ছে এবং দিন দিন একঘরে হয়ে পড়ছে, তখন এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হলো। আমেরিকাভিত্তিক জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্যালোপ এই জরিপ চালিয়েছে।

জনমত জরিপে দেখা গেছে, গত নভেম্বর মাসে আমেরিকার শতকরা ৫০ ভাগ মানুষ গাজার বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনকে সমর্থন করেছিলেন। কিন্তু চলতি মার্চ মাসে এসে সেই সমর্থন শতকরা ৩৬ ভাগে নেমে গেছে।

গ্যালোপ পরিচালিত জরিপে দেখা যায়, শতকরা ৫৫ ভাগ মার্কিন নাগরিক এখন ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমেরিকার প্রধান তিনটি রাজনৈতিক দলের সমর্থকরাও ইসরাইলের প্রতি তাদের সমর্থন কমিয়ে দিয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সমর্থন কমেছে শতকরা ১৮ ভাগ এবং রিপাবলিকান দলের ভেতর সমর্থন কমেছে শতকরা ৭ ভাগ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন