ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে

IMG
29 March 2024, 8:48 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে বন্দি অবস্থায় মুখতার আনসারির মৃত্যু নিয়ে শোরগোল পড়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার রাতেই জরুরি বৈঠক ডাকেন। এদিকে, গাজিয়াবাদ এবং বান্দায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাত থেকেই এলাকায় এলাকায় রুট মার্চ শুরু করে পুলিশ।

সরকারি হাসপাতালের চিকিৎসক বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গ্যাংস্টার থেকে রাজনীতিতে প্রবেশ করা মুখতার আনসারি। তবে তাঁর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তাঁর ছোট ছেলে উসমান আনসারি। তাঁর দাবি, মুখতারকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে।

একই কথা বলেছেন গাজিয়াবাদের সাংসদ ও মুখতার আনসারির ছোট ভাই আফজাল আনসারি। এর আগে গত সপ্তাহেই মুখতার আনসারির আইনজীবী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন যে, তাঁর মক্কেলকে 'স্লো পয়জন' দেওয়া হচ্ছে জেলে। যদিও জেল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

প্রসঙ্গত, দু'দিন আগেই মঙ্গলবার পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুখতার আনসারি। সেই সময় আফজাল আনসারি অভিযোগ করেছিলেন, তাঁর ভাইকে বিষ দেওয়া হয়েছে জেলে। যদিও পরে সাময়িক সুস্থ হলে মুখতারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জেলে ফেরেন সাবেক এই বিধায়ক। কিন্তু বৃহস্পতিবার আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই উত্তর প্রদেশের বান্দা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্যাংস্টারকে। পরে সেখানেই রাতে মৃত্যু হয় মুখতার আনসারির।

এদিকে, মেডিকেল বুলেটিন অনুযায়ী, আনসারিকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিট নাগাদ বান্দার হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসা হয়। তিনি বারবার বমি করছিলেন। পরে ৯ সদস্যের চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা শুরু করে। তবে হৃদরোগে মৃত্যু হয় মুখতার আনসারির।

এই আবহে বন্দি অবস্থায় মুখতারের মৃত্যু নিয়ে শোরগোল পড়েছে। উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাতেই জরুরি বৈঠক ডাকেন। এদিকে, গাজিয়াবাদ এবং বান্দায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাত থেকেই এলাকায় এলাকায় রুট মার্চ শুরু করে পুলিশ।

এরই মাঝে গাজিপুরে মুখতার আনসারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন তাঁর অনুগামীরা। মুখতার আনসারি মৃত্যুর ঘটনায় উত্তর প্রদেশের বান্দা, মউ, গাজিপুর এবং বারাণসী জেলায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন।

উত্তর প্রদেশের রাজনীতির এক বিতর্কিত চরিত্র ছিলেন গ্যাংস্টার মুখতার আনসারি। ২০০৬ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে তাঁর পরিবারের সদস্যরা মুখতারের প্রভাবের জেরে আজও সাংসদ ও বিধায়ক পদে বহাল আছেন। আর মুখতার নিজে উত্তর প্রদেশের মৌ সদর বিধানসভা কেন্দ্রের পাঁচবারের বিধায়ক ছিলেন।

২০০৫ সালের নভেম্বর মাসে গাজিপুরের তৎকালীন বিধায়ক কৃষ্ণানন্দ রাই সহ ৭ জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে। এই কৃষ্ণানন্দ রাই হলেন বর্তমান উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের ভাই।

অজয় রাই এবার বারাণসী কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়বেন লোকসভা ভোটে। সেই অজয়ের ভাইকে খুনের মামলায় গত বছর ১০ বছরের কারাদণ্ড হয় মুখতারের। এরপর সম্প্রতি অস্ত্রের ভুয়া লাইসেন্স রাখার মামলায় আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন