ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্র হনন করে: কাদের

IMG
29 March 2024, 2:55 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ইফতার পার্টি না করে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন করে, অপপ্রচার করে এবং মিথ্যাচার করে। আজ শুক্রবার (২৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার জনকল্যাণমুখী বিচক্ষণ রাজনীতিতে আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন দলটিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাবেদারি করেছে। বিদেশি শক্তিকে ডেকে নিষেধাজ্ঞা দেয়ার ষড়যন্ত্র করেছে। বিশ্ব সংকটে চলমান প্রভাবের পরও শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষ এখনো ভালো আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ বিদেশি রাষ্ট্রের দাসত্ব কখনও করেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের হৃদয়ে ও চেতনায় শুধু বাংলাদেশ। বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় নিরীহ মানুষদের মাঝে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন