ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

IMG
30 March 2024, 4:12 AM

ফেনী, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেয়ার কারণে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এমরাজ হোসেন সুমন (২৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। নিহতের চাচাতো ভাই শেখ ফরিদ উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমনের বন্ধুর বরাত দিয়ে শেখ ফরিদ জানান, শুক্রবার সকালে একদল সন্ত্রাসী তার দোকানে চাঁদা চাইতে আসে। তিনি অপারগতা জানালে সন্ত্রাসীদের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানের সামনেই তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখ ফরিদ আরও জানান, সংসারের আর্থিক সচ্ছলতার আশায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান সুমন। সেখানে স্টেশনারি ও মুদি দোকানে কাজ করতেন তিনি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, "দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় ফেনীর একজন নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। এমন ঘটনায় আমরা মর্মাহত।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন