ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বুয়েটে জঙ্গি তৎপরতা খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

IMG
30 March 2024, 5:53 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জঙ্গিবাদী গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ শনিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটে মৌলবাদী এবং জঙ্গিবাদী গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে কি না এবং পেছন থেকে কেউ উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কি না, আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখবে। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে প্রশাসন কাজ করবে।

গত বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নেতা-কর্মীদের একটি দল বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যাম্পাসে আনার মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেনকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও তাঁর হলের সিট বাতিলসহ ৫ দফা দাবি জানান।

শুক্রবারের আন্দোলনের পর আজ শনিবার সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ২০১৯ সালে আবরার হত্যার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা না মেনে বুধবার রাতে কিছু ছাত্রলীগ নেতা-কর্মী ক্যাম্পাসে কার্যক্রম চালায়। এরই মধ্যে ছাত্রলীগ কর্মীদের প্রবেশে সহযোগিতার অভিযোগে ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করেছে কর্তৃপক্ষ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন