ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বিশ্বকাপের আগে নেতৃত্ব ফিরে পেলেন বাবর আজম

IMG
01 April 2024, 12:28 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ক্যালেন্ডার বলছে রোববার ছিল ৩১ মার্চ। তারিখ নিয়ে কোনও সমস্যা নেই। একটু ফিরে যাওয়া যাক ২০২৩ সালের নভেম্বরে। ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ক্যাপ্টেন্সি ছাড়েন বাবর আজম। তারপর টি-২০ সংস্করণের নেতা বানানো হয় শাহিন শাহ আফ্রিদিকে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক বানানো হয় শান মাসুদকে। এবার ফেরা যাক বর্তমানে। মার্চের শেষ দিনে পাক ক্রিকেটে ফের পরিবর্তন। পাঁচ মাস পর আবার পাকিস্তানের ক্যাপ্টেনের আসনে বসলেন বাবর আজম।

রোববার বাবর আজম আবার ফিরেছেন সিংহাসনে। এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের ওডিআই এবং টি-২০ ফরম্যাটের ক্যাপ্টেনের দায়িত্ব ফেরানো হলো বাবর আজমকে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে শোনা যাচ্ছিল, ক্যাপ্টেন্সি হাতছাড়া হচ্ছে শাহিন আফ্রিদির, সেটাই সত্যি হলো। পাকিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়ে পিসিবির পক্ষ থেকে এখন কিছু জানানো হয়নি।

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সাইট X এ রোববার সকালে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে কথা বলতে দেখা যায় বাবর আজমকে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘বাবর আজমকে সাদা বলের অধিনায়ক করা হলো। পিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশের পর পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি বাবর আজমকে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের সাদা বলের (ওডিআই এবং টি-টোয়েন্টি) অধিনায়ক নিযুক্ত করেছেন।

এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সফর শুরু হচ্ছে ৬ জুন। নিউইয়র্কে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ খেলতে নামবে। তারপর ৯ জুন নিউইয়র্কে হবে ভারত-পাক মহারণ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন