ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

প্রকাশ্যে ঘুষ নেয়া সেই ভূমি অফিস সহায়ক সাময়িক বরখাস্ত

IMG
01 April 2024, 10:29 AM

কিশোরগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: নিজ দফতরে বসে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক আব্দুল কাদির মিয়া। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমমে ভাইরাল হলে গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি নজরে এলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রোববার (৩১ মার্চ) বিকেলে কাদির মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ

তিনি বলেন, ‘জমি খারিজ করে দেয়ার পর এক ব্যক্তি আব্দুল কাদির মিয়াকে টাকা দিয়েছিলেন বলে নোটিশের জবাবে তিনি জানিয়েছেন। তবে এভাবে সেবা গ্রহীতার কাছ থেকে টাকা নেয়া যায় না।’

সম্প্রতি আব্দুল কাদির মিয়া ভূমি অফিসের নিজ দফতরে বসে সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত অর্থ (ঘুষ) গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, তিনি তার দফতরে বসে প্রকাশ্যে সেবা নিতে আসা ভোলা মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা গুণে নিচ্ছেন। ভোলা মিয়া বলছেন, ‘সব খারিজ সমান নয়। গরিব মানুষ কাজটা করে দেন।’ প্রতি উত্তরে আব্দুল কাদির বলেন, ‘কথা ছিল ৬ হাজার টাকা দেবেন। কম দিতে পারবেন না। প্রয়োজনে পরে হলেও দিতে হবে। একটা কাজ করে কিছু টাকা পাওয়া না গেলে চলে না।’

এরপর টাকাগুলো গুণে পকেটে ভরেন আব্দুল কাদির। চলে যাওয়ার সময় ভোলা মিয়া আবারও বলেন, ‘আপনি আরও এক হাজার টাকার আবদার করেছেন একটা বিহিত (ব্যবস্থা) হবে। আপনি কাজটা করে রাখুন।’

ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম।

রোববারের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দেয়া হবে বলেও জানিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন