ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মহাখালীতে ওভারব্রিজে আটকা বিমান

IMG
01 April 2024, 11:55 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বিএএফ শাহীন কলেজের সামনের সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। পরে লেজ খুলে ব্রিজ থেকে সরাতে হয় উড়োজাহাজটিকে। রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি আটকে যাওয়ায় কিছু সময় যানজটের সৃষ্টি হয় ওই সড়কে।

নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বো প্রপ বিমানটির গায়ে লেখা ‌‘বাংলাদেশ নেভি’। জানা গেছে, ২০১৩ সালে নৌবাহিনীতে যে দু'টি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন উড়োজাহাজটি একটি ট্রাকে করে নেয়া হচ্ছিল। এর দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা ছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজে। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে যায়।

আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে সেখান থেকে উড়োজাহাজবাহী ট্রাকটি বের হওয়ার সুযোগ পায়। তবে তার আগেই পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা। রাত সাড়ে দশটার দিকে উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উড়োজাহাজটি সেখানে প্রায় আধা ঘণ্টা আটকে ছিল। এসময় উৎসুক জনতা নিজেদের মোবাইল ফোনে এটির ভিডিও এবং ছবি তুলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন