সাভার, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার ধামরাইয়ে গ্যাস লাইন লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের চার জন দগ্ধ হওয়ার ঘটনায় তিন জন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। রাতে তারা চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তারা।
এলাকাবাসী জানায়,গেল ২৬ মার্চ ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে নিজ ঘরে গ্যাস লাইন লিকেজ থেকে একই পরিবারের চার জন অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় পিতা ও ছেলে স্ত্রীসহ তিন জন মারা যায়। আর চিকিৎসা চলছে মেয়ে সাথী আক্তারের।
একই পরিবারের তিন জন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com