ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

কয়েক বছরে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে: ফখরুল

IMG
05 April 2024, 3:07 AM

ঠাকুরগাঁও, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী লীগ সরকার গত কয়েক বছরে অসংখ্য মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ ভয়াবহ অবস্থায় পড়েছে। একটা ভয়াবহ দানব ক্ষমতাকে চিরস্থায়ী করতে বছরের পর বছর ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের আকাঙ্ক্ষাকে দমন করছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা শহরের সাধারণ পাঠাগার মাঠে সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল দাবি করেন, গত ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিতে সমগ্র বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল। তারা পুরো পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্যাৎ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের ওপর গুলি বর্ষণ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। সে কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। কয়েক বছরে অংসখ্য মানুষকে হত্যা করেছে। গুম করেছে। এভাবেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে নসাৎ করে দিয়েছে।

তিনি বলেন, ৫৩ বছর পরেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে। যারা মুক্তিযুদ্ধের সংগ্রামে লিপ্ত ছিল, তাদের হাতেই আজ গণতন্ত্র ধ্বংস হচ্ছে। সমস্ত স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। তারা এখন ভিন্নভাবে ছদ্মবেশে আবার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাদের যদি আরও ক্ষমতায় থাকতে দেয়া হয়, তাহলে ভায়াবহ পরিস্থিতি তৈরি হবে।

বিএনপি মহাসচিব বলেন, লুটপাটের পর সমস্ত অর্থ পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। পুলিশের সাবেক আইজি এক হাজার ৭০০ কোটি টাকা শুধু নিজস্ব সম্পদ তৈরি করেছেন। এভাবেই তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ চিরস্থায়ীভাবে অন্যায়কে সহ্য করেননি।

তিনি আরও বলেন, এ সংগ্রাম আমাদের ন্যায়ের সংগ্রাম সত্যের সংগ্রাম। আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। আমরা ক্ষমতার জন্য আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সংগ্রামের মধ্য দিয়েই আমরা এদের পরাজিত করবো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন