ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সিরিয়ায় নিহত সেনা কর্মকর্তাদের জানাজা পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা

IMG
05 April 2024, 5:55 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলের সন্ত্রাসী হামলায় নিহত সাতজনের নামাজে জানাযা পড়িয়েছেন। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে তিনি বলেন, দামেস্কে সন্ত্রাসী ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাদের বাবা-মা, স্ত্রী-সন্তান এবং অন্য সব আত্মীয়-স্বজনকে ধৈর্য ধরার তৌফিক দেবেন।

সোমবার সিরিয়ার দামেস্কে ইরান দূতাবাস লাগোয়া কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ও উপদেষ্টা জেনারেল মোহাম্মাদ রেজা জাহেদি ও তার সহকর্মী মোহাম্মাদ হাদি হাজ রাহিমিসহ সাত সেনা কর্মকর্তা নিহত হন।

সিরিয়ার রাষ্ট্রীয় আহ্বানে সাড়া দিয়ে ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের কিছু সেনা সেদেশে অবস্থান করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ বিশেষ করে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস মোকাবেলায় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন