ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গুচ্ছ ভর্তিচ্ছুদের জন্য নতুন নির্দেশনা

IMG
05 April 2024, 6:11 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামী ২৭ এপ্রিল ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ জন্য ভর্তিচ্ছুদের যাদের ছবি অথবা সেলফি কর্তৃপক্ষের গাইডলাইন অনুযায়ী আপলোড করা হয়নি, তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে সংশোধিত ছবি অথবা সেলফি আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি।

এতে বলা হয়েছে, যেসব আবেদনকারীর ছবি অথবা সেলফি অথবা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহীত হয়নি, তারা ৮ এপ্রিল রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি অথবা সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। না হলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।

এবার গুচ্ছতে প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ১৫ জন শিক্ষার্থী।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন