ঢাকা      মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ফেনীতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

IMG
06 April 2024, 1:12 AM

ফেনী, বাংলাদেশ গ্লোবাল: ফেনীর ছাগলনাইয়ায় বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মুহুরীগঞ্জ সেতু সংলগ্ন এলাকায় ট্রাকটি রেল লাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম থানার মনোহরপুর এলাকার আবুল খায়েরের ছেলে মো. আশিক, একই এলাকার মৃত আমির আলীর ছেলে মো. আবুল খায়ের (৩৫), বরিশালের উজিরপুর থানার কাওয়ার চর গ্রামের আবুল হাওলাদারের ছেলে মিজান (৩২), রহুল আমীনের ছেলে রিফাত (১৬), মো. ইয়াছিনের ছেলে সাজ্জাদ (১৬) ও কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সাততলা এলাকার নুর আহম্মদের ছেলে দ্বিন মোহাম্মদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি সকালে মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দু'জন নিহত হন। পরে আরও চারজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেল গেইটে সকালে গেইটম্যান উপস্থিত ছিলেন না। আর এই কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে ট্রেনের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন