ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

IMG
06 April 2024, 7:26 PM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। ফলে ঈদযাত্রার চতুর্থ দিনে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।

শনিবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত এমন চিত্র দেখা যায়।

তবে সোমবার থেকে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়তে পারে বলে মনে করছেন যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৮ হাজার ৭১০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে পার হয়েছে ১৬ হাজার ১৭৪ টি যানবাহন। আর উত্তরবঙ্গের দিকে পার হয়েছে ১২ হাজার ৩৩৬টি যানবাহন।

টাঙ্গাইল ট্রাফিক পরিদর্শক মো. রফিকুল ইসলাম সরকার জানান, স্বাভাবিকের তুলনায় এই মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারছে।

তবে ঈদে ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারে এজন্য যানবাহনের চাপ বেড়ে গেলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী যানবাহন একমুখী (ওয়ানওয়ে) করে দেওয়া হবে বলেও জানান তিনি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন