ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

চীনা উপ-প্রধানমন্ত্রী ও মার্কিন অর্থমন্ত্রীর বৈঠক

IMG
07 April 2024, 5:08 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং এবং মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন শুক্রবার ও শনিবার কুয়াংচৌতে কয়েক দফা আলোচনা করেছেন। উভয় পক্ষ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, দুই দেশ ও বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক চ্যালেঞ্জের বিষয়কে কেন্দ্র করে আন্তরিকভাবে বাস্তবসম্মত ও গঠনমূলক মতবিনিময় করেছে।

তারা চীন-মার্কিন অর্থনৈতিক ও আর্থিক কর্মগ্রুপের অধীনে চীন, যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতির সুষম প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, টেকসই অর্থায়ন এবং মানি লন্ডারিং প্রতিরোধে সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। চীনের উপর মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা সম্পর্কে চীন গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং উৎপাদন ক্ষমতা ইস্যুতে পূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে। এসব বিষয়ে উভয় পক্ষই যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন