ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বান্দরবানে ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

IMG
08 April 2024, 4:15 PM

বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে থানচি ও ৩ জনকে বান্দরবান সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাছে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিংচুন নুং বমের ছেলে ভাননুন নুয়াম বম, থানচির সিমত্লাংপিপাড়ার লালমুন চম বমের মেয়ে জেমিনিউ বম ও ছেলে আমে লমচেউ বম। এছাড়া থানচি সদরের টিঅ্যান্ডটি পাড়া থেকে ডাকাতির ঘটনায় জড়িতদের পরিবহনের দায়ে কফিল উদ্দিন নামের এক গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ জনই জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। থানচি থানার ওসি জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, কেএনএফের সদস্যরা ব্যাংক ডাকাতি করতে আসার জন্য দু'টি গাড়ি ব্যবহার করেছেন। ওই দুই গাড়ির একটি জব্দ ও চালক কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, গত ৩ এপ্রিল থানচি উপজেলা সদরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক ও কুষি ব্যাংকে ডাকাতি করে। এর আগের দিন ২ এপ্রিল রুমায় সোনালী ব্যাংকে একই সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করে। রুমার ঘটনায় ব্যাংকটির ম্যানেজারকে অপহরণ এবং সরকারি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন