ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ছুটি ও ওভার টাইমের টাকা না পেয়ে বিক্ষোভ

IMG
09 April 2024, 3:54 AM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের টঙ্গীতে ছুটি ও ওভার টাইমের টাকা না পেয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এআরএস ওয়াশিং কারখানার শ্রমিকরা। সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় টঙ্গীর বেক্সিমকো রোডের কাঁঠালদিয়া এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

এআরএস ওয়াশিং কারখানার শ্রমিকরা জানান, তারা কয়েকশ শ্রমিক ঈদের আগে ছুটি ঘোষণার শেষ দিনে গত মাসের বেতন ও বোনাস পেয়েছেন। কিন্তু ছুটি ও ওভার টাইমের টাকা পাননি। সকাল থেকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টাকা দেয়া নিয়ে সময় ক্ষেপণ করে। রাত পর্যন্ত পাওনা না দেয়ায় তারা সড়কে নামেন।

এ সময় শ্রমিকরা আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ আসলে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠে। পরে শ্রমিকরা শান্ত হলে সমঝোতার চেষ্টা শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নেয়া হয়েছে। সেখানে সমঝোতা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন