ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

‘ইন্ডিয়া' জোটে ব্রাত্য মেহবুবা, কংগ্রেসের সঙ্গে আসন রফা ওমর আবদুল্লাহর

IMG
09 April 2024, 4:31 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের দুই কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভেঙে গেল ‘ইন্ডিয়া’ জোট। সোমবার ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা এবং অবিভক্ত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে আসন রফা চূড়ান্ত হলো কংগ্রেসের। এই পরিস্থিতিতে কাশ্মীর উপত্যকার তিন আসনে এনসি'র মুখোমুখি লড়াই হবে আর এক সাবেক মুখ্যমন্ত্রী পিপল্‌স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র নেত্রী মেহবুবা মুফতির দলের।

এনসি প্রধান ফারুক আবদুল্লার ছেলে ওমর বলেন, ‘‘সমঝোতা সূত্র অনুযায়ী কাশ্মীর উপত্যকার তিন আসন, অনন্তনাগ-রাজৌরি, শ্রীনগর এবং বারামুলায় আমরা লড়বো। কংগ্রেস লড়বে উধমপুর এবং জম্মুতে। লাদাখেও আমরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবো।’’

প্রসঙ্গত, উপত্যকার তিন আসনে রবিবার প্রার্থী ঘোষণা করেছে পিডিপি। অনন্তনাগ-রজৌরিতে প্রার্থী হয়েছেন মেহবুবা স্বয়ং। ওই কেন্দ্রে কংগ্রেস-ত্যাগী সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ তাঁর দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রার্থী।

২০১৯ সালের লোকসভা ভোটে কাশ্মীর উপত্যকার তিনটি আসন— শ্রীনগর, বারমুলা এবং অনন্তনাগ ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সের দখলে ছিল। উধমপুর, জম্মু এবং লাদাখে জিতেছিল বিজেপি। এবার ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে এনসির মিয়াঁ আলতাফ নবগঠিত অনন্তনাগ-রজৌরি থেকে প্রার্থী হয়েছেন। ওমর শ্রীনগর থেকে এবং দলের আর এক নেতা রহুল্লা মেহদি বারামুলা থেকে প্রার্থী হচ্ছেন। প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন পাটনায় বিরোধী জোটের প্রথম বৈঠক থেকে শুরু করে পরবর্তী সময়ে ‘ইন্ডিয়া’র নেতাদের আলোচনাতেও ধারাবাহিকভাবে মেহবুবা এবং আবদুল্লাহ হাজির ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন