ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ঈদে পাহাড় দেখতে গিয়ে ৩ যুবকের মৃত্যু

IMG
11 April 2024, 8:02 PM

নেত্রকোণা, বাংলাদেশ গ্লোবাল: নেত্রকোণার কলমাকান্দায় ঈদের দিন গারো পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ভারত সীমান্ত সড়কের চেংনি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের কবীর মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন (৩৫)। তারা একে অপরের পরিচিত।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ঈদের বিকেলে উপজেলার নাজিরপুর থেকে তিনজন একটি মোটরসাইকেলে চড়ে সীমান্ত সড়ক দিয়ে পাহাড় দেখতে বের হন । তারা সড়কের চেংনিবাজার এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের চাকা ফেটে যায়। দ্রুতগতি থাকায় মোটরসাইকেলটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে আনার আগেই তিনজন মারা যান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন