ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে

IMG
12 April 2024, 12:57 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ফায়ার সার্ভিসের এক ঘণ্টার তৎপরতায় রাজধানীর হাজারীবাগ ঝাউচরের মোড়ের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে আগুন লাগে। পরে তা নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কিছু ঘর পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুপুর পৌনে ১২ টার দিকে ঝাউচর মোড়ের টিনশেড বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গা ঘেঁষে গড়ে ওঠা বস্তিতে একের পর এক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে হাজারীবাগ ফায়ার স্টেশনের দু'টি, লালবাগের দু'টি, মোহাম্মদপুরের দু'টি ও পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ গ্লোবাল /এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন