ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মেসি-সুয়ারেজ নৈপুণ্যে স্বস্তির জয় পেল মায়ামি

IMG
14 April 2024, 10:18 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল : পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরলে ইন্টার মিয়ামি। মিয়ামির জয়ে ফেরার দিনে গোল করেছেন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুই বড় তারকার স্কোর করার দিনে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে মিয়ামি।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) অ্যাওয়ে ম্যাচে তাক লাগানো গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে লম্বা ও জোরালো শটে স্পোর্টিং কানসাসের জালে বল জমা করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

আজ রোববার (১৪ এপ্রিল) মেজর লিগ সকারে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে মায়ামি। ক্লাবটির হয়ে মেসি-সুয়ারেজ ছাড়াও গোল করেন দিয়াগো গোমেজ। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে ছিটকে গেলেও মেজর লিগ সকারের শিরোপার দৌড়ে এখনও টিকে আছে ক্লাবটি।

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও গোল হজম করে বসে মায়ামি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাঁ প্রান্ত দিয়ে এরিক থোমির গোলে এগিয়ে যায় এসকেসি। অবশ্য সমতায় ফিরতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মায়ামিকে।

ম্যাচের ১৮তম মিনিটে মেসির অসাধারণ অ্যাসিস্টে দলকে সমতায় ফেরান গোমেজ। এরপর আরও বেশকিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। প্রথমার্ধের বাকি সময়ে তেমন কোনো জোরালো আক্রমণ না হওয়ায় সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

তবে, বিরতি থেকে ফিরেই ফের এগিয়ে যায় মায়ামি। এবার ডি-বক্সের বাহির থেকে চোখ ধাঁধানো শটে বল জালে জড়ান মেসি। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। মৌসুমে মায়ামির হয়ে ৫ ম্যাচে মেসির পঞ্চম গোল এটি, সাথে আছে পাঁচ অ্যাসিস্ট।

অবশ্য সেই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের ৫৮তম মিনিটে ফের সমতা ফেরান এরিক থোমি। এরপর আর ক্লাবটিকে কোনো সুযোগ দেননি মায়ামির ফুটবলাররা। একের পর এক আক্রমণে ব্যাতিব্যস্ত রাখে এসকেসির রক্ষণভাগকে। যার ফল হিসেবে ম্যাচের ৭১তম মিনিটে জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে ইন্টার মায়ামি। ৯ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ১৫। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে নিউ ইয়র্ক রেড বুলস।



বাংলাদেশ গ্লোবাল /এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন