ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

এখনো জলদস্যুপ্রবণ এলাকায় এমভি আবদুল্লাহ (ভিডিও)

IMG
16 April 2024, 4:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মিদশা থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ এখনো পাড়ি দিচ্ছে এডেন উপসাগরের জলদস্যুপ্রবণ এলাকা। মঙ্গলবার মধ্যরাতে দস্যু ঝুঁকিপ্রবণ এলাকা থেকে নিরাপদে আবর মহাসাগরে পৌঁছাবে জাহাজ এমভি আবদুল্লাহ।

কাঁটাতারের বেড়া ও জলকামানের আদলে নিরাপত্তাবলয় নিয়ে দুবাইয়ের পথে থাকা এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুটি জাহাজ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের এস আর শিপিংয়ের কার্যালয়ে এমভি আবদুল্লাহর সর্বশেষ অবস্থান তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) মেহেরুল করিম। তিনি বলেন, ‘মুক্ত হওয়ার পর আক্রান্ত স্থান থেকে এমভি আবদুল্লাহ কয়েকবার গতি পরিবর্তন করে এখন এডেন মহাসাগরে আছে। ওই এলাকাটা উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা। পেছনে দুটি ইউরোপীয় ইউনিয়নের জাহাজ প্রহরায় আছে। ফলে ওই দুটি জাহাজের গতির সাথে সমম্বয় করে এমভি আবদুল্লাহ এগিয়ে যাচ্ছে। আরও ৬৫ থেকে ৭০ নটিক্যাল মাইল চলার পর আরব সাগরের নিরাপদ জোনে যাবে জাহাজটি।’

এদিকে, জাহাজের চারপাশে লাগানো আছে কাঁটাতারের বেড়া। আছে ওয়াটার স্প্রে। আবার যদি দস্যু আক্রমণ করে তাহলে যাতে তাদের প্রতিরোধ করা যায় সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রহরা দিয়ে নিরাপদে আরব মহাসাগরে নিয়ে যাচ্ছে স্পেন ও ইতালির নৌবাহিনীর দুটি জাহাজ।

এই প্রসঙ্গে এস আর শিপিংয়ে কারিগরি তত্ত্বাবধায়ক এইচ এম গোলাম মোর্তোজা বলেন, ‘মূলত জাহাজে এসব থাকে। আক্রান্ত হওয়ার পর আমরা এই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছি। মূলত কাটাতার ও ওয়াটার স্প্রে হলো, যদি দস্যুরা আক্রমণ করে তাহলে যাতে জাহাজে উঠতে তাদের সময় বেশি লাগে। জাহাজে উঠতে সময় বেশি লাগলে ওই সময় নিরাপত্তা দায়িত্বে আশপাশে থাকা যুদ্ধজাহাজ আসার যথেষ্ট সময় পাবে।’


এস আর শিপিংয়ের সিইও মেহেরুল করিম বলেন, ‘আরব মহাসাগরে গিয়ে এমভি আবদুল্লাহর গতি বাড়ানো হবে। ২২ এপ্রিল সকালে দুবাইয়ের আল হারমিয়া বন্দরে নোঙ্গর করবে এমভি আবদুল্লাহ। সেখানে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হবে।

এর আগে মুক্ত হওয়ার পর বাংলাদেশি জাহাজটি নানা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দুবাইয়ের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয় শনিবার রাত ৩টার পর। মঙ্গলবার দুপুর পর্যন্ত এমভি আবদুল্লাহ ৪৬৫ নটিক্যাল মাইলের বেশি পথ পার হয়।

আরও ৬৫–৭০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিলে আবর সাগরের নিরাপদ জায়গায় পৌঁছাবে এমভি আবদুল্লাহ। এরপর ওমান সাগরে গেলে গতি বাড়ানো হবে জাহাজের। জাহাজের পেছনে ইউরোপীয় ইউনিয়নের দুটি জাহাজ প্রহরায় থাকায় কম গতিতে চলছে এমভি আবদুল্লাহ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন