ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ডিপিএলের শিরোপা আবাহনীর

IMG
25 April 2024, 9:13 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল : চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা ১৩ ম্যাচ জিতে আগেই শিরোপা নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। সবশেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে শান্ত-লিটনরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পাহাড় সমান ৩৪৪ রানের লক্ষ্য দেয় আবাহনী। জবাব দিতে নেমে ৩৫.১ ওভারের খেলা শেষে ১৭২ রান তুলতে গুটিয়ে যায় গাজী গ্রুপ। এতে ১৭১ রানের বড় জয় পায় শান্তরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার আনিসুল হকের উইকেট হারিয়ে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আরেক ওপেনার পিনাক ঘোষ ২০ বলে ১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন। মাঝে তিনে নেমে ৩৪ বলে ৩৮ রানের ছোট্ট এক ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন হাবিবুর রহমান সোহান।

নিয়মিত বিরতিতে একের পর এক উইকেটের পতনের ফলে ম্যাচটা কঠিন হতে থাকে গাজী গ্রুপের জন্য। মাঝে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সাব্বির হোসেন। বাকিদের মধ্যে প্রীতম কুমার ৪২ বলে ১৮ রান করেন।

অন্যদিকে ২৩ বলে ১৪ রান করেন মইন। শেষ পর্যন্ত ৬৮ বলে ৬২ রান করে সাব্বির আউট হলে, ৩৫.১ ওভারে ১৭২ রান তুলতেই অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এতে ১৭১ রানের জয় পায় আবাহনী।

আবাহনীর হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন রকিবুল ইসলাম। এছাড়া ২টি করে উইকেট তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং তানজিম হাসান সাকিব। সৈয়দ খালেদ আহমেদ এবং তানভীর ইসলাম নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজের চিরাচরিত ধীরে চলো নীতিতে এগোতে থাকেন নাঈম শেখ। আরেক প্রান্তে লিটন কুমার দাস এগোচ্ছিলেন সাবলীল গতিতে। উদ্বোধনী জুটি থেকে রান এসেছে ৫৭। ৫২ বলে ৩৩ রানের ইনিংস খেলে বিদায় নেন নাঈম।

লিটনও ফিরেছেন কিছুক্ষণ পরেই। ৪৪ বলে ৩৩ রান করেন তিনি। এরপর ক্রিজে জোট বাঁধেন নাজুমল হোসেন শান্ত এবং এনামুল হক বিজয়। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে এগোতে থাকে দলের ইনিংস। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে এগোতে থাকেন শান্ত-বিজয়। ফিফটির দেখা পেয়েছেন দুজনই।

৫১ বলে ৬৮ রান করে বিজয় আউট হলেও সেঞ্চুরি তুলে নেন শান্ত। এরপর ৮৪ বলে ১০১ রানের অসাধারণ এক ইনিংস খেলে বিদায় নেন শান্ত।

শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের ৪০ বলে ৫৮ রান এবং মোসাদ্দেকের ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৪৩ রানের বড় পুঁজি পায় আবাহনী।

বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন