ঢাকা      রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বিজেপি-বিজেডি বোঝাপড়া হয়ে গিয়েছে: রাহুল গান্ধী

IMG
28 April 2024, 10:31 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে দুই দফার ভোট হয়েছে। বাকি রয়েছে আরও পাঁচ দফা। ওড়িশায় নির্বাচনী প্রচারে এসে একযোগে বিজেপি এবং বিজেডিকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বাইরে থেকে দেখলে মনে হবে এই দু’জন একে অপরের বিরুদ্ধে লড়ছেন। কিন্তু আসলে তাদের মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, বাইরে থেকে তিনি দেখানোর চেষ্টা করছেন যেন তিনি বিজেপির বিরুদ্ধে কাজ করছেন। কিন্তু আসলে তিনি বিজেপির কথামত কাজ করছেন। ওড়িশায় নির্বাচনী প্রচারে রাহুল বলেন, ওড়িশাবাসীকে বোকা বানিয়ে সেখানকার মানুষদের লুট করছে এই দুই দল। লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। তাই প্রতিটি প্রচারে গিয়ে কংগ্রেসকেই প্রধান নিশানা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দাবি রাহুলের।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন