ঢাকা      শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

স্বস্তির বৃষ্টিতে ভিজলো চট্টগ্রাম

IMG
02 May 2024, 6:45 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে চট্টগ্রামে দেখা মিলেছে বহুল প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি। আজ বৃহস্পতিবার (২ মে) সকাল নয়টার দিকে চট্টগ্রামের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল বুধবার রাতেও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়। বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে; যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তীব্র তাপপ্রবাহে ধুঁকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার আবদুল বারেক বলেন, ভোরে এক মিলিমিটার এবং সকাল নাগাদ ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আজ বিকেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

তিনি জানান, কালবৈশাখী ঝড়ের প্রভাবে আজ চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রাউজান উপজেলার বাসিন্দা কৃষক মো. ইয়াসিন বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেত-ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গরমে পানির অভাবে অনেক সবজির চাষাবাদ নষ্ট হয়েছে। অবশেষে আজ বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টি অল্প হলেও গরমের তাপ কিছুটা কেটে গেছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন