ঢাকা      শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

এপ্রিলে মাসে ৩৯১ কোটি ৬৯ লাখ ডলারের পণ্য রফতানি

IMG
02 May 2024, 7:06 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৩৯১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা শূন্য দশমিক ৯৯ শতাংশ কম। ২০২৩ সালের এপ্রিলে রফতানি হয় ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য।

বৃহস্পতিবার (২ মে) প্রকাশিত প্রতিবেদনে ইপিবি দাবি করেছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।

অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৩ দশমিক ৩২ শতাংশ। কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৬ দশমিক ১২ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৫ দশমিক ৩২ শতাংশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন