ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

‘ভয় পেও না-পালিয়ে যেও না’, রাহুল গান্ধীকে কটাক্ষ নরেন্দ্র মোদির

IMG
04 May 2024, 7:56 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রায়বেরেলি থেকে ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালে আমেঠি থেকে তিনি ভোটে হারেন বিজেপির স্মৃতি ইরানির কাছে। এবার নির্বাচনী প্রচার থেকে রাহুলকে কটাক্ষ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, রাহুলকে আমি ভয় পেয়ে বা পালিয়ে যেতে বারণ করছি। রাহুল অনেক সময় বিজেপি সরকারকে ভয় না পাওয়ার কথা বলেন। এবার তাঁকেও এই একই কথা শুনতে হবে।

শুক্রবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও একহাত নেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, আসন হারানোর ভয়ে মা এবং ছেলে দু'জনেই পালিয়ে গেলেন। তাঁদের দলের সবচেয়ে বড় নেতা হারের ভয়ে লড়ছেন না। সোনিয়া গান্ধী রাজস্থানে গিয়ে রাজ্যসভার আসনটি পাকা করেছেন। এবার তাঁর ছেলেও একই কাজ করলো। 'শাহজাদা' ওয়েনাড থেকে হারতে পারেন। তাই আরও একটি আসন তিনি দেখে নিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন