ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বজ্রপাতে একসঙ্গে ২ শ্রমিকের মৃত্যু

IMG
18 May 2024, 12:25 PM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার সকাল উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আফজাল হোসেন এবং মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলার সদরে। মৃতরা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধানকাটতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আফজাল হোসেন এবং মো. আমির হোসেনের মৃত্যু হয়।

এ সময় আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে বাড়ি পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন