ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

ফ্রান্সকে সাঁতারে সোনা এনে দিলেন মার্শা

IMG
29 July 2024, 11:43 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ২০১২ সালের পর সাঁতারে কোনও সোনা ছিল না ফ্রান্সের। অলিম্পিকে সেই খরা ঘুচেছে লিওঁ মার্শার কল্যাণে। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনাতো জিতেছেনই। তাও আবার সেটা অলিম্পিকের রেকর্ড গড়ে।

মার্শা ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন। বেইজিংয়ে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। বিশ্ব রেকর্ড হিসেবে এটিই টিকেছিল গত বছর পর্যন্ত। সেই রেকর্ডটি গত বছর জাপানে ভেঙে দিয়েছিলেন মার্শা। সময় নেন ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড। তার পর এই অলিম্পিকে ফেভারিটের তালিকায় ছিলেন এই ফরাসি।

মার্শার সোনা জয়ের দিনে রুপা জিতেছেন জাপানের মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।

ঘরের ছেলের অংশগ্রহণে দর্শক উপস্থিতিও ছিল অনেক। ২২ বছর বয়সী মার্শাকে হর্ষধ্বনিতে স্বাগত জানান তারা। রেকর্ড গড়া সোনা জয়ের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছ থেকে ফোন কলও পেয়েছেন তিনি। অবিশ্বাস্য অর্জনে শিহরিত হয়ে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তার, ‘পোডিয়ামে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এই অর্জনে নিজেকে ফরাসি মনে করে গর্ববোধ হচ্ছে। আমার জন্য এই জীবনটা আশ্চর্যজনক। বলতে পারেন এই মুহূর্তটা উপভোগ করছি।’

ফরাসি প্রেসিডেন্টের সাথে কথোপকথন প্রসঙ্গে মার্শা জানান, ‘তিনি জানিয়েছেন পুরো পরিবারসহ ফাইনালটা দেখেছেন। সবাই ফোনে চিৎকার করছিল। বিষয়টা উপভোগ করছিলাম। এই ফোনের জন্য সত্যি কৃতজ্ঞতা।’


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন