ঢাকা      শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

হানিয়ার হত্যার প্রতিশোধ নেবে ইরান: আয়াতুল্লাহ খামেনী

IMG
31 July 2024, 5:55 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।

আজ বুধবার এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক আমাদের বাড়িতে আমাদের প্রিয় অতিথিকে শহীদ করেছে এবং আমাদের দুঃখিত করেছে। কিন্তু এর মাধ্যমে তারা নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে খামেনী আরও বলেন, ‘এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইরানের ভূখণ্ডে ঘটেছে সে জন্য তার হত্যা প্রতিশোধ নেওয়া আমরা দায়িত্ব বলে মনে করি।’

এছাড়া ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন খামেনী। তিনি বলেন, ‘ইসমাইল হানিয়াহ নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন।’

অন্যদিকে হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি এক্স পোস্টে বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান তার আঞ্চলিক অখণ্ডতা, সম্মান, গৌরব এবং মর্যাদা রক্ষা করবে এবং সন্ত্রাসী হানাদারদের তাদের কাপুরুষোচিত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করাবে।’

মূলত মঙ্গলবার মাসুদ পেজেশকিয়নের ইরানের নতুন প্রেসিডেন্টে হিসেবে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই তিনি তেহরান গিয়েছিলেন। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর সঙ্গেও দেখা করেছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেসি টিভি জানিয়েছে, তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ইসমাইল হানিয়াহ। বুধবার স্থানীয় সময় ভোরে তার বাসভবনে একটি ক্ষেপণাস্ত্র হামলা হলে হানিয়াহ ও তার এক দেহরক্ষী নিহত হন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন