ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
শিরোনাম

তেহরানে হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

IMG
01 August 2024, 3:44 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তেহরানে হামলায় নিহত হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ রস্তায় উপস্থিত হয়েছে। কাতারে হামাস নেতাকে দাফনের আগে জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ বৃহস্পতিবার তেহরানে হানিয়া ও তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শোকসন্তপ্ত হাজার হাজার মানুষ হানিয়ার ছবিযুক্ত পোষ্টার ও ফিলিস্তিনি পতাকা নিয়ে সিটি সেন্টারে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করে।

খামেনি গতকাল এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন এবং ‘কঠোর শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরানের ভূখণ্ডে হানিয়ার রক্ত ঝরেছে, প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্যে পরিণত হয়েছে।’

এদিকে ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন। ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, ইরানের মাটিতে হামলা চালানোর জন্য দেশটির সর্বোচ্চ নেতা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশ শত্রুদের চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তেহরানের হামলার কয়েক ঘন্টা আগে লেবাননে একজন সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে তিনি বলেন।

জানাজার নামাজের পর একটি মিছিল তেহরানের আজাদী (স্বাধীনতা) স্কয়ারের দিকে যাওয়া হবে। এরপর দাফনের জন্য হানিয়ার মরদেহ দোহায় নিয়ে যাওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। গত মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া।

তেহরানে হানিয়ার ওপর হামলার পেছনে কে জড়িত, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। (সূত্র : ইরান ইন্টারন্যাশনাল, বিবিসি)


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন